লায়ন্স জেলা ৩১৫বি-৪ বাংলাদেশের কেবিনেট সেক্রেটারী হয়েছেন লায়ন অশেষ কুমার উকিল

কামরুল ইসলাম দুলু:আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ এর জেলা গভর্নর ইলেক্ট লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ ২০২০-২০২১ সেবা বর্ষের কেবিনেট সেক্রেটারী হিসেবে লায়ন নেতা ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী লায়ন অশেষ কুমার উকিলকে চুড়ান্ত মনোনীত করেছেন।

অশেষ কুমার উকিল দীর্ঘ প্রায় ২০ বছর লায়নিজম এর সাথে সম্পৃক্ত থেকে নিরবিচ্ছিন্ন ভাবে অসহায় দুস্থ মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন।

তিনি এই জেলার ঐতিহ্যবাহী লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর এর প্রাক্তন সভাপতি এবং বর্তমানে লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন হিসেবে দায়ীত্ব পালন করছেন।

লায়ন্স ক্লাব ছাড়াও তিনি বিভিন্ন সেবামূলক সংগঠন এর সাথে সম্পৃক্ত থেকে মানবসেবা করে যাচ্ছেন।

ব্যাক্তি জীবনে তিনি এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জনক, তিনি একজন বনেদি পরিবারের সন্তান।

অশেষ কুমার উকিল নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এর ছোট ভাই।

চট্টগ্রামের অন্যতম শিপিং লাইন্স কোম্পানী সুপর্ণা শিপিং লাইন্সের সত্বাধিকারী ও বিগ বাজার শপিং মলের অন্যতম পরিচালক তিনি।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *