অর্থনীতি পূন:রুদ্ধারে নতুন অর্থবছরের বাজেট ই হলো জেগে উঠার প্রাণ শক্তি-মেয়র

মেয়র আ জ ম নাছির

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাস কবলিত বৈশ্বিক মহামারিতে অর্থনীতির উপর যে ধ্বস নেমেছে তার প্রভাব বাংলাদেশে পড়লেও ভেঙ্গে পড়ার কোন কারন নাই।

আমরা বাঙালি জাতির যেমনি জনশক্তিতে বলিয়ান তেমনিই রয়েছে মানসিক শক্তি ও সাহস। প্রাকৃতিক দূর্যোগ ও মহামারি মোকাবেলায় রয়েছে অদ্যম্য হার না মানা ইচ্ছা শক্তি।

তাই জীবন-জীবিকার চাকা সচল রাখতে ও অর্থনীতি পূন:রুদ্ধারে নতুন অর্থবছরের বাজেটই হলো জেগে উঠার প্রাণ শক্তি এবং প্রেরণা।

এর উপমা হলো ৭১ এর নিরস্ত্র বাঙালির যুদ্ধ জয়ের কৃর্তিগাঁথার মতই। তাই আমাদের শুন্য থেকেই শুরু করতে হবে। নিজেদের দুই হাতকে কর্মের হাতিয়ারে পরিণত করতে হবে এবং এই হাতিয়ারই জাতির জনক বঙ্গবন্ধুর অরাধ্য সোনার বাংলা বিনির্মানের অবলম্বন।

আজ শুক্রবার বাদ জুমা রামপুর ওয়ার্ডস্থ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ৩শ অসহায় পরিবারের মাঝে ভোগ্যপন্য উপহার সামগ্রী তুলে দেয়ার সময় মেয়র এসব কথা বলেন।

এসময় কাউন্সিলর এরশাদ উল্লাহ, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, রাজনীতিক বেলাল আহমেদ, আলহাজ্ব আবুল ফয়েজ, আবুল কাশেম, রায়হান ইউসুফ, সুমন দেবনাথ, এস এম মামুনুর রশীদ মামুন, আনিসুর রহমান, আমানত উল্লাহ, মাকসুদুর রহমান মাকসুদ, ইমরান আলি মাসুদ, আরেফিন সাকি ইভান, নিজাম উদ্দিন মিন্টু, মনিরুল্লা খান প্রমূখ উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ব্যক্তি ও সমাজিক উদ্যোগই বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার অন্যতম পন্থা। শুধুমাত্র সরকারি সহায়তার উপর নির্ভশীল না হয়ে ব্যক্তি ও সামাজিক উদ্যোগে সেবামূলক কাজকে প্রসারিত করতে হবে।

২৪ ঘণ্টা/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *