২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা আইসোলেশন সেন্টার করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন স্পিকার্স কাউন্সিল এর সিইও ইমরান আহমেদ।
করোানা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম স্থাপনে যেই কয়জন উদ্যমী মানবিক যুবক এগিয়ে এসেছেন তাদের মধ্যে অন্যতম ইমরান আহমেদ।প্রতিষ্ঠিত তরুণ ব্যবসায়ী স্পিকার কাউন্সিলের পরিচালক।
আজ ১২ জুন রাতে ইমরান আহমেদ করোনা আক্রান্ত বলে জানান ইম্পেরিয়াল কর্তৃপক্ষ। এর আগে গত ১০ জুন নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে করোনা স্যাম্পল দেন তিনি।
ইচ্ছে করলে ঘরে বসে থাকতে পারতেন, আরাম-আয়েশে জীবন যাপন করতে পারতেন। তা না করে এ তরুন ব্যবসায়ী “করোনাকে ভয় নয় জয়” স্লোগান নিয়ে করোনা রোগীদের সেবা করার উদ্দেশ্যে আরো কয়েকজনসহ আইসোলেশন সেন্টার চট্টগ্রাম নির্মাণে এগিয়ে এলেন।
চট্টগ্রামের বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতাল গুলো যখন রোগী ভর্তি করাচ্ছে না। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল দৌড়াদৌড়ি করতে করতে রোগী অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছে ঠিক তখন তারা একটি কমিউনিটি সেন্টারকে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার নির্মাণে ব্যস্ত।
করোানা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম স্থাপনে দৌড়াদৌড়ি করতে গিয়ে নিজেই রোগী হয়ে গেলেন করোনা যোদ্ধা ইমরান আহমেদ। করোনা আইসোলেশন চট্টগ্রাম নির্মাণের অগ্রসেনানীকে আবারও করোনা রোগীর সেবায় চট্টগ্রামবাসী দেখতে চাই।
ইমরান আহমেদ বলেন, ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আবারো চট্টগ্রামের মানুষের সেবায় নিয়জিত হবো। সবাই দোয়া করবেন।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply