নীলফামারীতে নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত,মোট ২৩৪

নীলফামারী প্রতিনিধি:করোনা আক্রান্তের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরো ৭ জন যুক্ত হয়েছেন।

শুক্রবার(১২ জুন) রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ৭ ও ৮ জুন প্রেরিত নমুনার তথ্যে এক বিজিবি সদস্য ও নির্বাচন অফিসের অফিস সহকারী, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী সহ ৭ নীলফামারী জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের তথ্য এসেছে।

জেলায় এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ২৩৪ জন।

দিনাজপুর হতে প্রেরিত ৭ জন আক্রান্তদের মধ্যে নীলফামারী পৌর শহরের কলেজপাড়ার সাবদার আলী (৭০) ৭ জুন নমুনা নেয়ার ৩ দিন পরে ১০ জুন সকাল ৭টায় নিজ বাড়িতে মারা যায়।

নীলফামারী সদরে বিজিবি সদস্য ১ জন, পঞ্চপুকুর ইউনিয়নের হাজিপাড়ায় একজন, চড়াইখোলা ব্যাঙমারী কমিউনিটি ক্লিনিকের এক নারী স্বাস্থ্য কর্মী, ডিমলা উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী ও তার স্ত্রী এবং কিশোরগঞ্জ উপজেলায় পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের ১ জন।

এ নিয়ে করোনায় এ জেলায় ১২ জুন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন ও আইসোলেশনের চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *