করোনার কাছে হেরে গেলেন আইসিইউ বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ/আইসিইউতেই মৃত্যু

আইসিইউ বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ করোনায় মারা গেছেন

২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : টানা ১৪ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে করোনার কাছে হেরে গেলেন বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান এবং এনেস্থেসিওলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন।

গতকাল ১৩ জুন শনিবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত বৃহস্পতিবার থেকে তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি বলেন, ডা. সাজ্জাদ হোসাইন প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গত ২৯ মে তাকে বিআরবিতে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি দেখে একই দিন সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

অবস্থা আরো খারাপ হওয়ায় ওই দিন রাতে ভেন্টিলেশনে নেয়া হয়। সেখানে ১৪ দিন চিকিৎসাধীন থেকে শনিবার রাত ৯টায় তিনি মারা যান। তার মরদেহ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ডা. সাজ্জাদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিএমসির ২০তম ব্যাচের শিক্ষার্থী।

উল্লেখ্য : করোনায় এখন পর্যন্ত ৩১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৩৬ জন চিকিৎসক মারা গেছেন বলে সূত্রে জানা গেছে।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *