চট্টগ্রামে করোনা আক্রান্ত ছাড়াল ৫ হাজার/২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত ২৬৯

করোনা চট্টগ্রাম জেলা

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ২৬৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ২০৮ জন এবং উপজেলায় ৬১ জন।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩২ টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায়া ১৯ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩০৪ টি নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০৭ জন এবং উপজেলায়া ০৪ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায়া ২৩ জন।

ইমপেরিয়াল হাসপাতালে ১২৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১ জন এবং উপজেলায় ১৩ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তকৃত সবাই উপজেলার বাসিন্দা।

রবিবার (১৪ জুন) দুপুরে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ৮৫৬ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২২৯ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫০৮৪ জন। এর মধ্যে নগরে ৩৫৬৭ জন এবং উপজেলায় ১৫১৭ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ২, আনোয়ারা ১০, চন্দনাইশ ৪, পটিয়া ৩, বোয়ালখালী ১০, রাউজান ৭, হাটহাজারী ১৪, সীতাকুণ্ড ১০ এবং মিরসরাই ১ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৯০ এবং উপজেলায় ২৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭১ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *