রাউজানে প্রবীণ শিক্ষক রাখাল চন্দ্র দে আর নেই, বিভিন্ন মহলের শোক

রাউজানে প্রবীণ শিক্ষক রাখাল চন্দ্র দে আর নেই

২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে পাহাড়তলী ইউনিয়নের শতবর্ষোত্তীর্ণ প্রাচীন বিদ্যাপীঠ মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রাখাল চন্দ্র দে (৭৫) পরলোক গমন করেছেন।

রবিবার বেলা সাড়ে ১২ টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। ১৪ জুন রবিবার বিকেলে শেষকৃত্য অনুষ্ঠান শেষে স্থানীয় শ্মশানে তার মৃতদেহ সৎকার করা হয়।

শিক্ষক রাখাল চন্দ্র দে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দাশ পাড়া গ্রামের মৃত তার চরণ দে’র পুত্র। তিনি মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

পরে একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে ২০০৮ সালে তিনি অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, শিক্ষক মন্ডলী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ নানান সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা গুনী এই শিক্ষকের প্রয়াণে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

২৪ ঘণ্টা/নেজাম রানা/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *