ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে:দেশে ফেরার প্রতিক্ষায় প্রহর গুনছেন আমিরাতে থাকা হাজার হাজার প্রবাসী বাংলাদেশী।
তাদের অনেকে টুরিস্ট ভিসায় বেড়াতে গিয়ে সেখানে আটকা পড়েছেন। এখন ফ্লাইট না থাকায় দেশে ফিরতে পারছেন না। এছাড়া আরব আমিরাত সরকারের সাধারণ ক্ষমার আওতায় বিভিন্ন কারাগার থেকে ছাড়া পাওয়া শত শত প্রবাসী দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন। কিন্তু ফ্লাইট না থাকায় তারা দেশে ফিরতে পারছেন না।
এই অবস্থায় অনেকের টাকা শেষ হয়ে গেছে। যার কারণে তারা হােটেল ছেড়ে দিয়ে বিভিন্ন মসজিদ ও আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন।
ফ্লাইট না থাকায় আরব আমিরাতের আবুধাবীতে বাংলাদেশের কয়েকটি লাশও ঢাকায় ফিরতে পারছে না।
জানাগেছে, গত ১১ জুন সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার এক যুবক মারা গেছেন। তার নাম আবছার তাজামেল হােসেন। তার লাশ আনার জন্য ওয়েজ আরনার কল্যান বাের্ড অনেক চেষ্টা তদবির করেও ফ্লাইটের অভাবে আনতে পারছেন না।
অনেকে আত্মায় – স্বজনের বাসায় থেকেও দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply