হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:আবারও সুস্থ হয়ে নিজ মাদ্রাসায় ফিরলেন আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ আহমদ শফি।
শারীরিকভাবে সুস্থতা বোধ করায় আজ সোমবার (১৫ জুন) বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শাহ আহমদ শফীর পুত্র হাটহাজারী মাদ্রাসার সহকারি শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী।
চলতি মাসের ৭ তারিখ বার্ধক্য জনিত অসুস্থ্য নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চমেক হাসপাতালের আইসিইউ সহযোগী অধ্যাপক ডা. ঘারুন উর রশিদ সহ গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি।
উল্লেখ্য ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা শাহ আহমদ শফী চলতি বছরে মাথা ব্যাথা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিকস, রক্তচাপসহ বার্ধক্যজনিত কারণে নানা সমস্যা নিয়ে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
২৪ ঘণ্টা/এম আর/পারভেজ
Leave a Reply