কামরুল ইসলাম দুলু:সীতাকুণ্ডে করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী লাশ পরিবহন ও সাধারণ রোগী আনা-নেওয়ার জন্য গাউসিয়া কমিটিকে ব্যক্তিগত পক্ষ থেকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছেন উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আজিজ।
আজ সোমবার (১৫ জুন) বিকালে পরিষদ কার্যলয়ে এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।
এছাড়াও লাশ দাফনে যাবতীয় খরচের জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়।
উক্ত এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, ইউপি সচিব আল আমিন, ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ, মোস্তাকিম, খোরশিদ আলম, নাছির উদ্দিন, রৌশন আরা বেগম, রাশেদা বেগম।
গাউসিয়া কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী সিদ্দিকী, মুহাম্মদ মজিব উদ্দিন আল আল কাদেরী, ইঞ্জিঃ রফিকুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, আলহাজ্ব কামাল উদ্দিন, মামুনুর রশিদ মামুন, নুরউদ্দিন, সাখাওয়াত হোসেন, জাহিদুল ইসলাম, খোরশেদ, মোঃ শাহজাহান প্রমুখ।
দেশের মহামারীর এই দুঃসময়ে এ্যাম্বুলেন্স পাওয়ায় গাউসিয়া কমিটি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান।
এব্যাপারে সালাউদ্দিন আজিজ বলেন, দেশের এই করোনা মহামারীতে সকল বিত্তবানরা এগিয়ে আসা উচিত। করোনায় মৃত্যুবরণকারী লাশ দাফনের দায়িত্ব নিয় গাউসিয়া কমিটি একটি মহৎ উদ্যেগ নিয়েছে। এ্যাম্বুলেন্স প্রদান ছাড়াও এই মহামারীতে যেকোন সাহায্য সহযোগীতা প্রদান আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply