জোরারগঞ্জ থানার ওসি মফিজ সহ ১১ পুলিশের করোনা পজেটিভ

আশরাফ উদ্দিন, মিরসরাই প্রতিনিধি:গ্রিন জোনে থাকা মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন সহ থানার ১০ পুলিশের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

এছাড়া উপজেলায় এক ব্যাংক কর্মকর্তা ও ঠিকানা বিহীন এক ব্যক্তির করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছে বিআইটিআইডি।

এক দিনেই এতো সংখ্যক করোনা রুগি সনাক্ত হওয়ায় মনোবল ভেঙে পড়েছে থানা পুলিশের মাঝে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে তাদের শরীরে করোনা ভাইরাস (কোভিড- ১৯) ‘পজিটিভ’ শনাক্ত হয়।

সোমবার (১৫ জুন) চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে উল্লেখিত ব্যক্তিবর্গের রিপোর্ট ‘পজিটিভ’ আসার বিষয়টি নিশ্চিত করেন।

জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান, আমাদের ১০জন সাব ইন্সপেক্টর এর মধ্যেই ৪জনের করোনা পজিটিভ। ওসি স্যার ও আক্রান্ত সাথে আরো ৬ কনেস্টবল। সাভাবিক ভাবেই সবার মাঝে একটু ভয় কাজ করছে। এই মুহূর্তে সকলের দোয়াই আমাদের একমাত্র ভরসা।

বিআইটিআইডি ল্যাব থেকে নতুন শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে ১০ জন পুলিশ সদস্য। আক্রান্ত হওয়া সকলেই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৩৯, ৩৮, ২৬, ২৬, ২৩, ২৩, ৪৬, ৪৮, ২৯, ২৭, ৪৮ এবং ৪২ বছর। এদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা বলে জানা যায়। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি এবং তার পেশাগত বিষয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি মিরসরাই থানা এলাকার বলে জানা গেছে।

বিআইটিআইডি থেকে প্রাপ্ত ২৩ জনের রিপোর্টের মধ্যে উল্লেখিত ব্যাক্তি ছাড়া অন্য আরো ১১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

এরমধ্যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমানের রিপোর্টও নেগেটিভ আসে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, যোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিনের চরোনা পজিটিভ আসলে তার সংস্পর্শে থাকা অন্যান্য পুলিশ সদস্যের নমুনা সংগ্রহের পদক্ষেপ নেয়া হয় । তার পরিপ্রেক্ষিতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম গত ১১ জুন কয়েকজনের নমুনা সংগ্রহ করার পর আজ ১৫ জুন উক্ত ব্যক্তিবর্গের রিপোর্ট ‘পজিটিভ’ শনাক্ত হয়। তাদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং বর্তমানে তারা ‘হোম কোয়ারেন্টাইন’ -এ আছেন, তবে শনাক্ত হওয়ার পর “হোম আইসোলেশন” -এ থাকতে হবে বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সিরাজ উদ্দিন আক্রান্তদের বিষয়ে জানান, আক্রান্ত ১২ জনের মধ্যে ৮ জন পুলিশ সদস্য জোরারগঞ্জ থানার। পুলিশ সদস্য আক্রান্ত ব্যক্তিদের সকলেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ থেকে তারা সকলেই ‘হোম আইসোলেশন’ -এ থাকবেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *