মহাসড়কে ত্রুটিপূর্ণ গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আশরাফ উদ্দিন (মিরসরাই) প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই চরারকুল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনার স্থলেই মারা গেছে দুই মোটরসাইকেল আরোহী। এরা হলেন লুতফর রহমান (৪৫) ও বন্ধু ফাউন্ডেশনের জহির উদ্দিন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আলতাফ হোসেন বলেন দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাকার নিচে পিষ্ঠ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা কয়েকজন মিলে অন্য একটি গাড়ি দিয়ে ঘাতক ট্রাকটিকে প্রায় তিন কিলোমিটার ধাওয়া করে আটক করতে সক্ষম হই। ঘাতক ট্রাক ঢাকা মেট্রো-ন-১৩-৩৩৩৫ ও চালক আনিস (২৭) কে আটক করে পুলিশের হাতে জমা দিয়েছি। ঘটনার স্থলেই নিহতদের শরীর ছিন্নভিন্ন হয়েছে।

আটক কৃত ঘাতক ট্রাক চালক আনিস (২৭) পিতা, মোখলেস। তার বাড়ি কুমিল্লাহ জেলার, দাউদকান্দি থানায়র চারিপাড়া ৯ নং ইউনিয়নের ৩ ওয়ার্ড।

ঘাতক চালক জানায় তার গাড়ি ক্রটিপূর্ণ ছিল যার কারনে ক্লাস ও গিয়ার কাজ করছিলো না। ফলে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে এই দুর্ঘটনা ঘটায়। ত্রুটিপূর্ণ গাড়ি সড়কে চালানো ঠিক হয়েছে কিনা প্রশ্নে কোন উত্তর দিতে পারেনি।

মিরসরাই থানাভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান নিহতদের নাম পরিচয় নিশ্চিত করে বলেন দ, নিহত লুৎফর রহমান (৪৫) ১৬ নং সাহেরখালি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ তার বাড়ি মিরসরাইয়ের সাহেরখালিতে, অন্যজনের নাম জহির উদ্দিন তিনি বন্ধু ফাউন্ডেশনে কর্মরত যতটুকু জানা গেছে তার বাড়ি মুন্সিগঞ্জ। ঘাতক ট্রাক ও চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

১৬ নং সাহেরখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন নিহত লুতফর রহমান ইউনিয়ন পরিষদেই থাকতো সে আমাদের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করতো।

২৪ ঘণ্টা/এম আর

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *