রাউজানে সাংসদপুত্রের উদ্যোগে এবার পরিপূর্ণ আইসোলেশন সেন্টার নির্মাণ হবে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে রাউজানে আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। করোনা উপসর্গ নিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এমন সংখ্যাও নেহায়েত কম নয়। অনেকেই শারীরিক অসুস্থতা নিয়ে নগরীর এ হাসপাতাল থেকে ও হাসপাতালে ধর্ণা দিয়ে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে আরেকটি মানবিক উদ্যোগ হাতে নিয়ে বাস্তবায়নের পথে হাঁটছেন রাউজানের তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ, উদীয়মান রাজনীতিবিদ, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।

সম্প্রতি রাউজানে করোনা রোগীদের চিকিৎসা সেবায় একটি আইসোলেশন সেন্টার নির্মাণে উদ্যোগ গ্রহণের জন্য সাংসদপুত্রের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয় উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। তারই প্রেক্ষিতে মানবিকতার আরেকটি দৃষ্টান্ত গড়তে যাচ্ছেন তিনি।

নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসোলেশন সেন্টার নির্মাণে সবার সহযোগিতা চেয়ে একটি স্ট্যাটাস দেন ফারাজ করিম চৌধুরী।

স্ট্যাটাসে তিনি লেখেন, “আমরা সকলেই মিলে বেসরকারিভাবে রাউজান ও পার্শ্ববর্তী এলাকার মানুষের দাবীর পরিপ্রেক্ষিতে, আমি একটি পরিপূর্ণ আইসোলেশন সেন্টার নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। তবে এই কাজটি করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমার প্রয়োজন। আপনারা আমাকে ছোট ছোট সহযোগিতা করবেন কি?”

রাউজান পৌরসভার প্যানেল মেয়র ২ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, করোনাকালীন সময়ে রাউজানের সাংসদ ও সাংসদপুত্র জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত মানুষের কল্যানে কাজ করেছেন। যা সারাদেশে আলোচিত হয়েছে। এবার উপজেলায় একটি পূর্ণাঙ্গ আইসোলেশ সেন্টার গড়ে তোলার যে উদ্যোগ ফারাজ করিম চৌধুরী হাতে নিয়েছেন সেই মানবিক উদ্যোগে আমরা সর্বাত্নক সহযোগিতা করে যাবো। অতি দ্রুত সময়ের মধ্যে রাউজানের মানুষ একটি পূর্ণাঙ্গ আইসোলেশন সেন্টার পেতে যাচ্ছে। এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর প্রতি আমরা রাউজানবাসী কৃতজ্ঞ।

উপজেলা যুবলীগের সহ সভাপতি ও ক্রীড়া সংগঠক সুমন দে বলেন, সময়ের প্রেক্ষিতে উপজেলায় একটি পরিপূর্ণ আইসোলেশন সেন্টার নির্মাণে যে উদ্যোগ ফারাজ করিম চৌধুরী নিয়েছেন সেটি রাউজানের ইতিহাসে মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আসুন সবাই মিলে সাংসদপুত্রের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়াই।

সাংসদপুত্রের আস্থাভাজন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম বলেন,
রাউজানের গণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও তারই সুযোগ্য পুত্র ফারাজ করিম চৌধুরী দিন-রাত যেভাবে কাজ করে চলেছেন তারই ধারাবাহিকতায় এবার
চট্রগ্রামের রাউজানে একটি পরিপূর্ণ আইসোলেশন সেন্টার নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন তরুণ প্রজন্মের আইডল ফারাজ করিম চৌধুরী। সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ালে অতি দ্রুত সময়ে রাউজানবাসীর এই স্বপ্ন আলোর মুখ দেখবে। আসুন সবাই মিলে ফারাজ করিম চৌধুরীর প্রচেষ্টায় আইসোলেশন সেন্টার গড়ার কাজে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *