রাউজানের হলদিয়ায় আইসোলেশন সেন্টার গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুলের সার্বিক তত্বাবধানে উপজেলার ১নং হলদিয়া ইউনিয়ন পরিষদ, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় আমির হাটস্থ হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজে করোনা মহামারী প্রতিরোধকল্পে একটি আইসোলেশন সেন্টার গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ১৬ জুন সকালে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের স্ব্যস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এস এম বাবর, রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মাহাবুবুল আলম, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুনু ভট্টাচার্য্য, প্রবাসী মোহাম্মদ জমির উদ্দিন, ডাক্তার মোঃ কুতুব উদ্দীন, হলদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মাহাবুবুল আলম, ১নং হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সরোয়ার উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, শম্ভু মজুমদার, সবুজ বড়ুয়া, মোহাম্মদ আলী, শামশুল আলম, তহিদুল আলম, মোঃ তৈয়ব উদ্দীন, শাহজাহান, রাউজান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনছুর আলম, হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজু, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাবেদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় আইসোলেশন সেন্টার গঠনে হলদিয়া ইউনিয়নের দানশীল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *