ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়িতে উজ্জ্বল বড়ুয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারের পূর্ব পাশে বড়ুয়া পাড়ার মোড়ে গাছে ঝুলন্ত অবস্থায় থেকে লাশটি উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ।

সে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী গ্রামের মৃত আনন্দ বড়ুয়ার ছেলে। নিহত যুবকের মানি ব্যাগে পাওয়া ভিজিটিং কার্ডের সূত্র ধরে তার পরিচয় পাওয়া যায়।

নিহতের চাচাতো ভাই প্রশান্ত বড়ুয়া জানান, উজ্জ্বল বড়ুয়া পিএসপি গ্রুপে ইলেন্ট্রিশিয়ানের কাজ করত। আত্বহত্যার ঘটনাটি রহস্যজনক বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য গৌতম সেবক বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন ঝুলন্ত লাশের ব্যাপারে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে খবর দিলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ তদন্ত রবিউল হোসেন জানান, উজ্জ্বল বড়ুয়ার মৃত্যুর বিষয়টি আমরা খতিয়ে দেখছি লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। নিহতের স্বজনরা অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *