ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা/মারা গেছে কলেজ ছাত্রী স্নেহা,মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোটরসাইকেল চালক বন্ধু

আক্তারুজ্জামান ফ্লাইওভারে ট্রাক চাপায় তরুণীর মৃত্যু

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মারা গেছে সামায়ারা স্নেহা সুমি নামে ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রী।

একই ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার মোটর সাইকেল চালক বন্ধু।

গতকাল সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে মোটরসাইকেলে চড়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের ওঠার সময় জিইসি সানমান এলাকায় একটি ট্রাক চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত সামায়ারা স্নেহা সুমি ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশুনার পাশাপাশি জিইসি মোড় এলাকায় মোবাইল অপারেটর কোম্পানি ‘রবি’র কাস্টমার কেয়ার সার্ভিসে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রতক্ষ্যদশীরা জানায়, চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় স্নেহা আকবরশাহ এলাকার বানিয়ারটিলায় পরিবারের সঙ্গে থাকতেন। মঙ্গলবার রাতে তার মায়ের জন্য ঔষধ কিনতে মোটরসাইকেলে করে জিইসির মোড় গিয়েছিলেন।

বেপরোয়া গতির ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৮২১৬) আক্তারুজ্জামান ফ্লাইওভারের উপরের দিকে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে চলতে থাকে। এসময় পেছনে চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়।ফ্লাইওভারে তরুণীর মৃত্যু

এতে ট্রাকের পেছনের চাকায় পিস্ট হয় তরুণীসহ তার মোটরসাইকেল চালক বন্ধু। ঘটনাস্থলেই চাকার নিচে থেতলে প্রাণ হারান মোটর সাইকেলে থাকা কলেজ ছাত্রী স্নেহা। গুরুতর আহতাবস্থায় মোটর সাইকেল চালক বন্ধুটিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চমেক হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, রাতে ট্রাক চাপায় মোটর সাইকেলে থাকা এক মেয়ে মারা গেছে। অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় রাতেই চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

এদিকে ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব না হলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে জানালেন পাঁচলাইশ থানার কনস্টেবল সালাউদ্দিন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *