২৪ ঘণ্টা ডট নিউজ। গণমাধ্যম ডেস্ক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বেসরকারি টেলিভিশন গাজী টিভির চট্টগ্রামের বিভাগীয় প্রধান অনিন্দ্য টিটো হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাসেবা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিক অনিন্দ্য টিটো মঙ্গলবার (১৬ জুন) ভোরে বুকের ব্যাথা অনুভব করেন।
দুপুরে সহকর্মী তৌহিদুল আলমকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা-নীরিক্ষা করে তার হৃদরোগ শনাক্ত হয়। তিনি একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতেতে আছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে।
সিইউজের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম চিকিৎসাধীন অনিন্দ্য টিটোর আশু আরোগ্য কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply