স্ত্রীর সাথে মনোমালিন্য, সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পটিয়ায় মানসিক রোগীর আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া আলাউদ্দিন (৩১) নামের এক যু্বকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৭জুন) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজ্বী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন একই এলাকার মফিজুর রহমানের পুত্র।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুব অর্ধ গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের ছোট ভাই মোঃ আশ্রাফের সাথে কথা বলে জানা যায়, আলাউদ্দিন তার স্ত্রীর সাথে আলাদা ঘরে বসবাস করতো। তাদের বিয়ে হয়েছে তিন বছর আগে। প্রায় তাদের মধ্যে মনোমালিন্য হতো। চারদিন আগে তার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। আজ সকালে ঘরের আশেপাশের থেকে গন্ধ বের হলে লোকজন দরজা খুলে দেখতে পায় ঝুলন্ত লাশ। ধারণা করা হচ্ছে আরো তিন থেকে চারদিন আগে সে আত্মহত্যা করে। এরপর বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রাশেদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে ঝুলন্তবস্থায় লাশটি দেখতে পাই, লাশ থেকে দুঃগন্ধ বের হচ্ছে, সম্ভবত এটি তিন/ চার দিন আগের লাশ। ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রীর মধ্যে কোন ধরণের মনোমালিন্য কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ঘটনাস্থলে আমি এসআই মাহবুবকে পাঠিয়েছি।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *