২১ জুন থেকে সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়ন ও সামগ্রীক ব্যবস্থাপনায় কোভিড-১৯ সনাক্তদের জন্য চিকিৎসা কেন্দ্র আগ্রাবাদস্থ সিটি কনভেনশন হলে প্রতিষ্ঠিত ২৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন হাসপাতালে আগামী ২১ জুন রোববার থেকে রোগী ভর্তি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চিকিৎসক ও নার্সসহ প্রশিক্ষিত জনবল এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে হাসপাতলটির কার্যক্রম শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

যারা প্রশিক্ষণ নিয়ে এখানে সেবা দিতে উদ্যেগী হয়েছেন তাদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত করোনা ভাইরাস মোকাবেলায় নিয়োজিত সম্মুখ যোদ্ধাদের স্বাস্থ্যসুরক্ষায় নিশ্চিদ্র নিরাপত্তাসহ বর্ধিত বেতন ও ঝুঁকিভাতা প্রদান এবং সরকারি প্রণোদনা প্রাপ্তির সকল ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আজ বৃহস্পতিবার সকালে আগ্রাবাদস্থ সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যাদের সাথে পরামর্শমূলক বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র আইসোলেশন সেন্টারটি শুরু হওয়ার আগে এখানে যাদের নিয়োজিত করা হবে তাদের প্রশিক্ষণ কর্মশালায় ১০ জন চিকিৎসক ও স্টোর কিপারের অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করে বলেন, করোনা আক্রান্তদের সেবা প্রদানে তাদের অনীহা, শপথ ভঙ্গ ও পেশার প্রতি অবমাননা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্যহীনতার সামিল। দেশপ্রেম বর্জিত এ অনৈতিক আচরণের জন্য তাদের তাৎক্ষণিকভাবে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের বাদ দিয়ে নব উদ্যোগ ও সামর্থ্য নিয়ে চসিক সিটি হল কোভিড আইসোলেশন যথাসময়ে সেন্টারটি চালু হওয়ার পর চট্টগ্রাম মহানগরীতে করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় কার্যকর ও ইতিবাচক সুফল বয়ে আনবে।

তিনি আশা প্রকাশ করেন যে, করোনা সনাক্তরা যাতে এ আইসোলেশন সেন্টার থেকে উপযুক্ত ও যথাযথ সেবা পান, সে ব্যাপারে দায়িত্বরত কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট হয়ে সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবেন।

সিটি মেয়রের নিকট সিটি কলেজের সাবেক
ছাত্রলীগের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ছাত্রলীগ বাংলাদেশ বাঙালির স্বাধীন জাতিসত্ত্বা প্রতিষ্ঠার আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ে ইতিহাস ও ঐতিহ্যের হীরকখন্ডক। সর্বপরি রাজনৈতিক, মানবিক ও সামাজিক সংকট উত্তোরণের অগ্রবর্তি বাহিনী। এ গর্বিত ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে ছাত্রলীগের বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা বাস্তবায়নে নিজেদের উৎসর্গ করে মাটি ও মানুষের সাথে মিশে যেতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে চসিক সম্মেলন কক্ষে সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর কালে মেয়র এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঊনসত্তরের গণঅভ্যত্থান, সত্তরের নির্বাচন, প্রলয়ংকরী ঘুর্ণিঝড়-জলোচ্ছাস, মুক্তিযুদ্ধ, সামরিক স্বেরাচারাবিরোধী আন্দোলন-সংগ্রামে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের অবদানের কথা উল্লেখ করেন। ছাত্রলীগের নেতারাই ’৭৫ পরবর্তী দুঃসময়ে’৭১ এর পরাজিত শক্তির দোসর জামাত শিবির প্রতিরোধে দুঃসাহসী ভূমিকা ও অবদান রেখেছেন। সিটি কলেজ ছাত্রলীগের নেতা তবারক প্রাণ দিয়ে ইতিহাসের অংশ হয়ে আছেন। সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতারা তাদের পূর্বসুরীদের পথ ধরে আজ মানবসেবায় এগিয়ে এসে নিজেদের ধন্য করায় আমি কৃতজ্ঞ। এই মহামারীকালে ছাত্র যুবকদের মানব সেবা এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।

ছাত্রলীগের প্রদত্ত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিমিটার, ব্লাড প্রেসার মেশিন, থার্মালমিটার, হুইল চেয়ার, স্টেথেস্কুপ, পোর্টেবল স্ট্রেচার, ১৫০ রোগীর ঔষধ ও জীবানু নাশক লিকুইড।

এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, সিটি কলেজ প্রাক্তন ছাত্রলীগের মধ্যে দিদারুল আলম, সৌমিত বড়ুয়া রাসেল, সঞ্চয় মহাজন, মো. আলম, মো. আজাদ খান, মো. শরিফুল ইসলাম, মো. নুর হোসেন অনিক, মো. তৈয়ব খান, মো. আজাদ, অস্থি মজুমদার, মো. আরিফ ও অতি বিশ্বাস প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *