দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ( ১৮ জুন) নুরুল ইসলাম বাবুল জানান, করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে গত ১৪ জুন।
বর্তমানে তিনি বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে।
পরিবারের অন্য কোনো সদস্য করোনা আক্রান্ত হননি জানিয়ে তিনি বলেন, তার শারীরিক অবস্থাও এখন উন্নতির দিকে।
নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা ইসলাম জাতীয় পার্টি থেকে নির্বাচিত জাতীয় সংসদের একজন সাংসদ। যমুনা গ্রুপ বাংলাদেশের শিল্প গ্রুপগুলোর উল্লেখযোগ্য একটি। এছাড়াও দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানাও রয়েছে গ্রুপটির।
দেশে সুনামের সাথে বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এই গ্রুপটি।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply