বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংকট মোকাবিলায় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান টি. কে. গ্রুপ চট্টগ্রামের করোনা আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা প্রদানার্থে বিভিন্ন হাসপাতালে ২০ টি ভেন্টিলেটর হস্তান্তর করেছে।
শুক্রবার (১৯ জুন) নগরীর সার্কিট হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত ভেন্টিলেটর সমূহ হাসপাতাল কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
টি.কে.গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
টি. কে. গ্রুপের এই মহৎ উদ্যোগকে সফল করতে রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহসানুল হায়দার চৌধুরী (বাবুল) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
টি.কে. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কালাম এর ঐকান্তিক প্রচেষ্টায় দেশব্যাপী চিকিৎসকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি এবং ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য এাণ বিতরণ কার্যক্রমসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
টিকে গ্রুপের দেওয়া ২০টি ভেন্টিলেটরের মধ্যে ১০টি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৩টি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ৩টি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে, ২টি সার্জিস্কোপ হাসপাতালে এবং ২টি পার্কভিউ হাসপাতালে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে বিশেষ করে চট্টগ্রামের করোনক্রান্ত রোগীদের হাসপাতালসমূহ সেবা নিশ্চিতে এই ভেন্টিলেটর কার্যকর ভূমিকা রাখবে। টিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের এই উদ্যোগ অন্যান্য শিল্প উদ্যোক্তাদের এই সংকটে এগিয়ে আসার ক্ষেত্রে আগ্রহী করে তুলবে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply