সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা খন্দকার মোশাররফ বলেন, ‘তিন দিন আগে করোনা পরীক্ষার প্রতিবেদন পজেটিভ এসেছে। এখন চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছি।’
তিনি সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।
খন্দকার মোশাররফ ২০০৯ সালে গঠিত আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ছিলেন। পরে গত সরকারের আমলে তিনি এলজিআরডিমন্ত্রী হন। তিনি ফরিদপুর থেকে নির্বাচিত সংসদ সমস্য।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply