রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
রাউজান উপজেলা সমাজ সেবা অফিসের উচ্চমান সহকারী এটিএম শাহাজাহান (৫৫) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বাড়ি হাটহাজারী উপজেলার কাটিরহাট পশ্চিম ধলই ইউনিয়নের শফিনগর গ্রামে। তিনি পরিবার-পরিজন নিয়ে রাঙামাটি শহরে থাকতেন। তবে অসুস্থতাজনিত কারণে তিনি গত কিছুদিন হাটহাজারীর নিজ গ্রামে ছিলেন।
জ্বর ও শ্বাসকষ্ট থাকায় শুক্রবার বিকেলে তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিবাহিত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজের ফেইসবুক স্ট্যাটাসে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোছাইন লেখেন, “গতকাল সকালেও উনার (এটিএম শাহাজাহান) সাথে ফোনে আলাপ হয়েছিল। উনার নিজ বাড়ি হাটহাজারীতে অবস্থান করছিলেন।বলেছিলেন হালকা জ্বর আছে।আজ (শুক্রবার) বিকালে উনার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলেন, শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সন্ধ্যায় মৃত্যু সংবাদ শুনতে পাই।”
২৪ ঘণ্টা/এম আর/নেজাম
Leave a Reply