মক্কা নগরীর প্রায় দেড়হাজার মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার

মক্কা নগরীর সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত সৌদি সরকারের

২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে ধারাবাহিক দীর্ঘ ৯০ দিনের বেশি সময় বন্ধ থাকার পর মক্কা নগরীর প্রায় দেড়হাজার মসজিদ আবারও খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

বরিবার ফজরের নামাজ এর সময় থেকে খুলে দেওয়া হবে মক্কা নগরীর ১৫শ ৬০টি মসজিদ। তবে সৌদি আরব কর্তপক্ষের বরাত দিয়ে সৌদি গণমাধ্যম জানায়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের শর্তে এসব মসজিদ খুলে দেয়া হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব মসজিদ জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে।

সেই সঙ্গে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, মক্কার সব মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হচ্ছে তবে করোনা প্র’তিরোধে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বাড়ি থেকে অজু করে জায়েনামাজ নিয়ে আসতে হবে। দুই কাতারের মাঝে এক কাতার জায়গা ফাকা রাখতে হবে। সঙ্গে সঙ্গে মসজিদ পরিস্কার পরিছন্নতার প্রতি জো’র দেওয়া হযেছে।

এর আগে দুই মাস মসজিদ বন্ধ থাকার পর মক্কা বাদে দেশের সব মসজিদ মুসল্লিদের উন্মুক্ত করে দেয় সৌদি আরব। বর্তমান সময়ে করোনা রোগী বেড়ে চললেও মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নিলো দেশটি।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *