করোনা পরিস্থিতির মধ্যে গ্রেফতার হলেন জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়ো। পিপিই ও কিট কেনায় দুর্নীতির অভিযোগে দেশটির দুর্নীতি দমন সংস্থা তাকে গ্রেফতার করে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গ্রেফতারের পর তাকে হারারের একটি থানায় সোপর্দ করা হয়েছে।
শনিবার তাকে আদালতে তোলা হবে বলে ধারণা করা হচ্ছে।
জন ম্যাকামুর নামে জিম্বাবুয়ের দুর্নীতি দমন কমিশনের এক মুখপাত্র ওবাদিয়াহ মোয়োকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোয়োকে হারারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে।
তার বিরুদ্ধে ড্রাক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় জরুরি ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহে ৪২ মিলিয়ন ডলারের কাজ পেতে সাহায্য করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ড্রাক্স ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিকেও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এর আগে জিম্বাবুয়ের সাবেক পর্যটন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply