করোনাকালীন ব্যতিক্রমী আয়োজন “আমার চোখে প্রিয় সীতাকুণ্ড-পর্যটন ও সম্ভাবনা”

সীতাকুণ্ড প্রতিনিধি:করোনাকালীন সময়ে ঘরবন্দি মানুষের মনোবিকাশের জন্য একটি ব্যতিক্রমী প্রতিযোগীতার আয়োজন করেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ রূপসী সীতাকুণ্ড ও মাতৃভুমি সামাজিক সংগঠন।

বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ইপসার সহযোগীতায় সংগঠন দুটি যৌথভাবে সীতাকুণ্ডের বাসিন্দাদের থেকে “আমার চোখে প্রিয় সীতাকুণ্ড-পর্যটন ও সম্ভাবনা” বিষয়ে লেখা আহবান করে তারা।

আগামি ৩০ জুনের মধ্যে রূপসী সীতাকুণ্ড গ্রুপের ইমেইল ঠিকানা (rupasisitakund@gmail.com) ও মাতৃভুমি সামাজিক সংগঠনের কার্যালয়ে লেখা জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে আয়োজকেরা। পরে বিজয়ী তিনজনকে পুরস্কার ও সনদ দেবে তারা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার রেডিও সাগরগিরি এফএম 99.2।

এ বিষয়ে জানতে চাইলে রূপসী সীতাকুণ্ডের অ্যাডমিন সূর্য দাস বলেন, করোনাকালীন সময়ে সংক্রমন ও মৃত্যুর খবরে মানুষ ভীত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ছে। চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের মনকে করোনাভীতি থেকে দুরে সরিয়ে নিতে পারলে ইমিউনিটি বাড়বে। তাই তাদের ব্যতিক্রম উদ্যেগ।

মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিল বলেন, আয়োজনটি দুইভাগে হবে। একটি আয়োজন শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য অপরটি সবারজন্য উন্মুক্ত। ৩০ জুনের মধ্যে প্রাপ্ত লেখা শিক্ষাবিদ দিয়ে মুল্যায়ন করে ফলাফল জানিয়ে দেওয়া হবে। মেধাতালিকায় দুটি বিভাগে তিনজন করে ছয়জনকে পুরস্কার ও সনদ দেওয়া হবে। তবে কোন ব্যক্তির কপি করা লেখা গ্রহনযোগ্য হবে না বলে জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *