কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ বেডের আইসোলেশন সেন্টারকে ২০ বেডে উন্নত করতে বেড এবং বেড সামগ্রী উপহার দিয়েছেন উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী জাহাঙ্গীর। একজন করোনা আক্রান্ত রোগীর জন্য যা যা প্রয়োজন ১০ বেডের সব সামগ্রী ব্যক্তিগত পক্ষ থেকে প্রদান করেন।
আজ শনিবার (২০জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উক্ত সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনুর উদ্দিন প্রমূখ।
এবিষয়ে চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর বলেন, সীতাকুণ্ডে করোনা আক্রান্ত দিন দিন বেড়েই চলেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ বেডের যে আইসোলেশন সেন্টার রয়েছে তা অপতুুল্য। বিষয়টি চিন্তা করে আমি আরো ১০ বেডের সামগ্রী প্রদান করেছি। এভাবে যদি সকল বিত্তবানরা এই দূর্যোগকালীন মূহর্তে এগিয়ে আসে তাহলে তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত হবে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply