রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সন্তান, তরুণ সমাজ সেবক ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে উপজেলার সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে অত্যাধুনিক আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুুতির কাজ শুরু হয়েছে।
আইসোলেশন সেন্টারের বিষয়ে গতকাল ১৯ জুন রাতে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ প্রাকৃতিক সৌন্দর্যময় গিরিছায়ায় রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজের সাথে সৌজন্য সাক্ষাত করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রেজিষ্টার এবং রাউজান নোয়াপাড়াস্থ পাইওনিয়র হাসপাতালের চেয়ারম্যান ডা.ফজলে করিম বাবুল।
এ সময় সাংসদপুত্র ফারাজ করিমের উদ্যোগে, রাউজানবাসীর সহযোগিতায় আইসোলেশন সেন্টার তৈরীর সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়।
সাক্ষাৎকালে ডাঃ ফজল করিম বাবুল আইসোলেশন সেন্টারে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্হিত ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, উপজেলা যুবলীগ সহ সম্পাদক সাবের হোসেন, রাউজান উপজেলা ছাএলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ নাছির উদ্দীন, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাএনেতা বেলাল উদ্দীন সিফাত, মোঃ সাকিব, নারায়ণ, নাহিদ প্রমুুখ।
২৪ ঘণ্টা/এম আর/নেজাম
Leave a Reply