নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় জেলায় নতুন করে আরও ৮ জন যুক্ত হয়েছেন।এ নিয়ে পুরো জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ২৮৭ জন।
শুক্রবার(১৯ জুন) রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে এ তথ্য পাওয়া গেছে।
নতুন করে ৮ জন করোনা আক্রান্তদের মধ্যে জেলার সৈয়দপুর উপজেলায় ৩ জন রয়েছে। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌর মেয়রের ছোট ভাই ও বাঁশবাড়ি মহল্লার এক যুবক।
নীলফামারী পৌরসভার প্রগতিপাড়ার একজন, ডিমলা উপজেলা শহরের মেডিক্যাল মোড়ের একজন, খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়ার একজন, জলঢাকা উপজেলা শহরের মাথাভাঙ্গার একজন ও কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের এক নারী।
উল্লেখ্য: এ নিয়ে পুরো জেলায় মোট করোনা শনাক্ত হলো ২৮৭ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৮৯, জলঢাকা উপজেলায় ৫৩, ডিমলা উপজেলায় ৪৭, সৈয়দপুর উপজেলায় ৩৯, ডোমার উপজেলায় ৩৩ ও কিশোরগঞ্জ উপজেলায় ২৬ জন। মৃত্যুবরন করেছেন ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply