ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:সংযুক্ত আরব আমিরাত সরকারের অনুমােদিত সংগঠন বাংলাদেশ সমিতির কেন্দ্রীয় অফিসের পক্ষ থেকে আবুধাবি এবং আল আইনের আওতায় সকল জোনে সমিতির মনােনীত প্রতিনিধিদের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের অনুমােদনে বাংলাদেশীদের পাসপাের্ট নবায়ন, জরুরী অবস্থায় ০১ বছরের মেয়াদ বৃদ্ধি ও ঘরে ঘরে পাসপোর্ট ডেলিভারি দেয়ার সুবিধার চালু করা হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনা বিস্তাররোধে গণ জমায়েত কম করতে সম্প্রতি বাংলাদেশ সমিতির কেন্দ্রীয় অফিসের সভাপতি, আবুধাবী এবং আল আইনের বিভিন্ন অঞ্চলের সীমিত আকারের মনােনীত কয়েকজন প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমান, দূতালয় প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেন, দূতাবাসের পাসপোর্ট সেকশান প্রধান মোহাম্মদ রিয়াজুল হকের উপস্থিতিতে মনােনীত প্রতিনিধিগনকে পাসপাের্ট সংক্রান্ত সেবা প্রদানের নিয়মাবলী বুঝিয়ে দেয়া হয়।
প্রাথমিক ভাবে সমিতির নির্ধারিত প্রতিনিধিগনকে পাসপাের্ট নবায়ন কাজের দায়িত্ব দেয়া হয় এবং পরবর্তীতে প্রয়ােজন অনুসারে আরও প্রতিনিধি বৃদ্ধি করা হবে।
বর্তমান তালিকাভুক্ত মনােনীত প্রতিনিধিগনের মাধ্যমে ঘরে বসে একটি ফোন কলের মাধ্যমে পাসপাের্ট নবায়ন সংক্রান্ত সব ধরণের সেবা গ্রহণ করার জন্য যােগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
বাংলাদেশ সমিতির পাসপোর্ট সেবাঃ রিনিউ/রিইস্যু/ডেলিভারীর জন্য যোগাযোগ করার জন্য
আবুধাবী- 0505531606, 0559667216,
মোচ্ছাফ্ফা -0562986123 বানিয়াছ- 0507523268, শাহামা -0566716564
বানিয়াছ লেবার ক্যাম্প- 0565836234
আল আইন- 052 222 6611, 050 779 5276
আবুধাবির পশ্চিম অঞ্চল- 055 771 7202
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply