আবেদ খান সপরিবারে করোনা আক্রান্ত

জ্যেষ্ঠ সংবাদিক ও দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খান সপরিবারে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছে।

আজ শনিবার আবেদ খান নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনায় সংক্রমিত হয়েছেন।

তিনি বলেন, কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দেই। এর ফলাফল আজ পেয়েছি। রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।

তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, ‘শারীরিক অবস্থা এখন আগের তুলনায় বেশ ভালো। হালকা জ্বর আছে। খাবারের স্বাদ পাচ্ছি না। এছাড়া অন্য কোনও উপসর্গ নেই। শ্বাসকষ্ট নেই।’

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *