মণিরামপুরে কোন অন্যায়কারিকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

নিলয় ধর, যশোর প্রতিনিধি:এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছে, কোন অন্যায়কারিকে ছাড় দেওয়া হবে না। দেশের এই পরিস্থিতিতে আইন-শৃংখলা ঠিক রাখতে সকলকে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে বলা হয়েছে ।

উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, যারা দলের মধ্যে থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজি মাহমুদুল হাসান,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম,সাধরন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,মহিলা ভাইস চেয়ারম্যান কাজি জলি আক্তার,সাবেক চেয়ারম্যান জিএম মজিদ, বণিক সমিতির সভাপতি অরুণ কুমার নন্দন প্রমূখ।

সভায় উপস্থিত সদস্যরা গত (৪ এপ্রিল) পুলিশর হাতে আটক চাল কোন প্রকল্পের এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেছেন, এই চাল ত্রাণের নয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদও একই কথা বলেছেন।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *