উন্মুক্ত স্থানে ময়লা ফেলে রাখলে ওয়াসাকে জরিমানা করা হবে : তাপস

নর্দমা থেকে ময়লা-আবর্জনা তুলে উন্মুক্ত স্থানে ফেলে রাখলে ঢাকা ওয়াসাকে জরিমানা করা হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ রবিবার (২১ জুন) ডিএসসিসির দুটি স্পটে নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ঢাকা ওয়াসার কর্মীরা অনেক সময় কাজ শেষে রাস্তায় ময়লা ফেলে রাখে। আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তা হলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিন দক্ষিণ সিটির ২২ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমা পরিষ্কার করা হয়। এ কার্যক্রম বছরব্যাপী চলবে বলে জানান মেয়র তাপস।

তিনি বলেন, এ কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সকল নর্দমা মাসে দুবার করে পরিষ্কার করা হবে।

সেবা প্রাপ্তি নিশ্চিত করতে জনগণকেও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও যদি নর্দমা আটকে যায়, যদি উপচে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়, তা হলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তার পরও যদি সুরাহা না হয়, তা হলে সরাসরি আমাকে জানাবেন।

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান এবং ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *