মহালছড়ির মুবাছড়িতে জেলা পরিষদের ত্রাণ ও প্রযুক্তি সামগ্রী বিতরণ(ভিডিওসহ)

খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে জীবন ও কর্মসহায়ক সামগ্রী বিতরণের অংশ হিশেবে আজ (রোববার) মহালছড়ি উপজেলার মুবাছড়িতে সম্পন্ন হলো বিতরণ কার্যক্রম।

উপজেলাটির চারটি ইউনিয়নের মধ্যে মুবাছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে পঞ্চাশ পরিবারের মাঝে সবাইকে খাদ্যশস্য ও তৈল প্রদান করা হয়।

এছাড়া প্রশিক্ষিত তিন নারীকে সেলাই মেশিন, তিন পরিবারকে সোলার এবং ছয় পরিবারকে জীবানুনাশক ছিটানোর স্প্রে মেশিন প্রদান করা হয়।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, মহালছড়ি প্রেসক্লাব সভাপতি মিল্টন চাকমা, শিক্ষক ও সংগঠক রত্নউজ্জল চাকমাসহ স্থানীয় হেডম্যান-মেম্বারসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা দুর্যোগ দেখা দেয়ার এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জেলার ৯টি উপজেলার ৩৮টি ইউনিয়নে বিপুল পরিমাণ খাদ্যশস্য, নগদ অর্থ, সোলার, সেলাই মেশিন এবং জীবানুনাশক ছিটানোর স্প্রে মেশিন বিতরণ করে আসছে।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *