রাউজানের জনসাধারণের জন্য সাংসদ ফজলে করিমের ৭ মেট্রিক টন আম প্রদান

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে জনসাধারণের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ৭ মেট্রিক টন মৌসুমি ফল আম প্রদান করেছেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

সোমবার (২২ জুন) উপজেলা পরিষদ চত্বরে আম বিতরণকালে উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্য টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ ফজলে করিম।

এ সময় তিনি সকলের উদ্দেশ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌসুমি ফল আমসহ নানা পুষ্টিকর খাবার বেশী করে খাওয়ার আহবান জানান।

তিনি বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে শরীরে কোনো রোগ সহজেই দানা বাঁধতে পারেনা। করোনাকালীন সময়ে সবাইকে বেশী করে পুষ্টিকর শাকসব্জি, ফলমূল খেতে হবে।

সাংসদ বলেন, রাউজানের জনসাধারণের জন্য যে ৭ মেট্রিক টন আম দেওয়া হয়েছে আমগুলো খেয়ে সবাই যেন আমের বাটা রোপন করে যথাযথ পরিচর্যা করতে হবে। এভাবে সবাই যদি এক একটি আম গাছ লাগালে নিজেদের চাহিদা পূরণ করে অনেকে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারবে। তিনি বর্ষা মৌসুমে সবাইকে বৃক্ষ রোপনে বেশী করে এগিয়ে আসার আহবান জানান।

রাউজান উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা সি. সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া,সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন ইয়াছিন,
রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, বিনাজুরী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, রাউজান ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আবদুল জব্বার সোহেল, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, রাউজান পৌরসভার কাউন্সিলর শওকত হাসান, আজাদ হোসেন প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *