করোনার যুদ্ধে জয়লাভ করতে হবে : মাশরাফি

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই মহামারির বিরুদ্ধে লড়ছেন মাশরাফি বিন মুর্তজা। সংসদ সদস্য হিসেবে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন নানাভাবে।

তবে করোনার বিরুদ্ধে মাশরাফির যুদ্ধের ধরণ এখন বদলে গেছে। করোনা পজিটিভ হয়ে এখন তিনি প্রত্যক্ষভাবেই করোনার বিরুদ্ধে লড়ছেন।

মাশরাফির চিকিৎসা আপাতত বাসাতেই চলছে। তবে চিকিৎসকদের কাছে পুরোনো শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি নিজেই। মাশরাফির পরিবারও চাইছে কিছু পরীক্ষা করাতে। সে জন্য যেকোনো সময়ে তাঁকে হাসপাতালেও যেতে হতে পারে। তবে এ নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আজ এক ফেসবুক স্ট্যাটাসে মাশরাফি স্পষ্ট করেছেন তাঁর অবস্থান-

‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। …কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের সংবাদে আপনারা বিচলিত হবেন না।’

মাঠের লড়াকু মাশরাফির এবারের যুদ্ধটা করোনাভাইরাসের বিরুদ্ধে। যে যুদ্ধ আসলে করছে গোটা বিশ্বের মানুষই। বাংলাদেশের সাবেক অধিনায়কের কন্ঠে সেই যুদ্ধ জয়ের ডাক-

‘সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।’

আল্লাহ সবার সহায় হোন।

এদিকে বিসিবির মেডিকেল বিভাগ মাশরাফির নিয়মিত খোঁজখবর রাখলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানেই মাশরাফির চিকিৎসা চলছে।
এ তথ্য দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

এদিকে গুঞ্জন চলছে, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে পারেন মাশরাফি।

এ বিষয়ে গণমাধ্যমে দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, মাশরাফির চিকিৎসার ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর আব্দুল্লাহ স্যার মাশরাফিকে দেখভাল করছেন।

কিন্তু মাশরাফিকে হাসপাতালে নেয়া হবে এমন খবর জানা নেই বলে জানান দেবাশিষ চৌধুরী।

তবে মাশরাফিকে নিয়ে বেশ চিন্তিত বিসিবির প্রধান চিকিৎসক।

তিনি জানান, মাশরাফি অ্যাজমার রোগী। আর করোনা আক্রান্ত অ্যাজমা রোগীদেরই সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ আগে থেকে এসব রোগীর ফুসফুস দুর্বল হয়ে আছে। ওর বেলায় বিশেষ চিকিৎসা দরকার। তাই ওর চিকিৎসা ব্যবস্থা আব্দুল্লাহ স্যার দেখছেন।

গতকাল রাত পর্যন্ত মাশরাফি ভালো ছিলেন জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মাশরাফির চিকিৎসায় প্রেসক্রিপশন পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর চিকিৎসক আব্দুল্লাহ স্যার। যেহেতু মাশরাফি একজন সংসদ সদস্য তাই তার বিষয়টি সেভাবেই দেখা হচ্ছে।

মাশরাফির চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেছেন, হ্যাঁ, তার অ্যাজমার সমস্যা রয়েছে। এখনই ঘাবড়াবার কিছু নেই। তবে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া লাগতে পারে। এখন তিনি ভালো আছেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *