বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) বিএমএর কেন্দ্রীয় কার্যালয় থেকে সাবেক এই এমপির করোনায় আক্রান্তের কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এ সভাপতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়।
বর্তমানে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিকস রয়েছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস অ্যান্ড সেপনসিবিলিটিসের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, “জালাল ভাইয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, অক্সিজেন স্যাচুরেশন ৯৮ শতাংশ। আমরা তার আশু সুস্থতা কামনা করছি।”
মোস্তফা জালাল মহিউদ্দিন ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা- ৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি আওয়ালী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply