করোনায় আক্রান্ত বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।
এক বিবৃতিতে সার্বিয়ান টেনিস তারকা নিজেই জানিয়েছেন তা। জোকাভিচের স্ত্রী এলেনা রিস্টিচও করোনায় আক্রান্ত। কিন্তু তাঁদের সন্তানরা এই রোগে আক্রান্ত নয় বলে জানা গেছে।
নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে নোভাক জোকোভিচের আয়োজিত প্রদর্শনী টুর্নামেন্ট নিয়ে তোলপার টেনিস বিশ্ব।
কারণ, সেখানে খেলতে আসা খেলোয়াড় এবং কোচিং সদস্যরা একের পরে এক করোনায় আক্রান্ত হচ্ছেন। তা নিয়ে রীতিমতো কাঠগড়ায় বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা জোকোভিচ। তিনি নেজও করোনায় আক্রান্ত কিনা তা নিয়ে আশঙ্কা ছিল।
জোকোভিচ নিজেই জানিয়ে দিলেন, তিনি করোনায় আক্রান্ত। ১৪ দিন তিনি নিভৃতবাসে থাকবেন। দিন পাঁচেক পরে আবার পরীক্ষা করবেন।
জকোভিচসহ বিশ্বের শীর্ষ ২০ খেলোয়াড়ের অনেকেই যে খেলেছেন সার্বিয়া ও ক্রোয়েশিয়ার ওই দুই টুর্নামেন্টে। যেখানে আবার সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। জোকোভিচ, দিমিত্রভ, কোরিচ, শাসা জভেরভ, মারিন চিলিচদের একসঙ্গ ফুটবল, বাস্কেটবল খেলার সঙ্গে নাচতেও দেখা গেছে।
মহৎ উদ্দেশ্য নিয়েই এই টেনিস সিরিজ আয়োজন করেছিলেন জকোভিচরা। খেলোয়াড়েরা অনেকদিন টেনিসে নেই, তাদের জড়তা কাটাতেই এই আয়োজন। শেষে তা উল্টো বিপদ বয়ে আনল।
বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভ গত শনিবার করোনায় আক্রান্তের খবর জানান। পরের দিন (গতকাল) আক্রান্ত হন ক্রোয়েশিয়ার টেনিস তারকা কোরিচ। এরপর থেকেই জকোভিচের সমালোচনায় মুখর ছিল বিশ্ব টেনিস অঙ্গন। তিনিও স্ত্রীসহ আক্রান্ত হওয়ার পর আতঙ্ক আরো বেড়েছে অংশ নেয়া খেলোয়াড়দের। টুর্নামেন্টটিতে দর্শকদের আগ্রহও ছিল ব্যাপক। সার্বিয়া পর্বের ফাইনালে উপস্থিত ছিল ৫ হাজারেরও বেশি দর্শক। গ্রিগর দিমিত্রভ আক্রান্তের পর বাতিল হয়ে যায় ক্রোয়েশিয়া পর্বের ফাইনাল। যেখানে নোভাক জকোভিচের মুখোমুখি হওয়ার কথা ছিল রাশিয়ার আন্দ্রে রুবলেভের।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply