চট্টগ্রামের প্রথম প্লাজমা থেরাপি নেয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সামিরুল ইসলাম বাবু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বু্ধবার (২৪ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনা আক্রান্ত এই চিকিৎসককে প্লাজমা দেয়ার পরে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন । চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে একটু ভালোর আশায় ভর্তি করা হয়েছিল মেট্রোপলিটন হাসপাতালে। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।
ডা. সমিরুল ইসলামের জানাযা আজ বিকাল ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে পুরাতন ভবনে অনুষ্ঠিত হবে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply