প্রেমিকার বিয়ের খবরে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি : দীর্ঘদিনের প্রেমের ইতি টেনে বিয়েরর পিঁড়িতে বসতে যাচ্ছে প্রেমিকা। প্রেমিকার বিয়ের খবর কথা জানতে পেরে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. ফারুক হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৪ জুন) ভোর রাতের দিকে জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের চক্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ফারুক হোসেন মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের চক্রপাড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

মৃত্যুর কয়েকদিন আগে (২০ জুন) নিজের ফেসবুক একাউন্টে এক স্টাটাসে উল্লেখ করে ‘ডিপ্রেশন শব্দের অর্থ তারাই বুঝে ! যারা প্রতিনিয়ত নিজের ভেতরে নিজেকে দাফন করে ! ডিপ্রেশনে থাকা মানুষ গুলো ! সবার মতোই স্বাভাবিক জীবন যাপন করে ! তাদের দেখে কেউ বুঝবেনা, কতো কষ্ট লুকিয়ে তারা অভিনয় করে যাচ্ছে ! তারা মুখ ফুটে কখনোই বলবেনা, আমি ভালো নেই ! মিথ্যা অভিনয় দিয়ে তারা সবাইকে খুশি রাখে ! এভাবেই হয়তো তাদের দিন কেটে যায় ! কিন্তু রাত হলেই তাদের ডিপ্রেশন বাড়তে থাকে ! একাকিত্বের কষ্ট তাদের মস্তিষ্ককে গ্রাস করে ! তাদের ভেতরে আটকে থাকা কষ্ট গুলো, অশ্রু হয়ে গড়িয়ে পড়ে ! আত্মহত্যা মহাপাপ ভেবেই হয়তো, তারা নিজেদের মোড়াতে পারে না, দাফনের কাফনে !’

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবাকে ব্যাবসায় সহযোগিতা করে আসছিল মো. ফারুক হোসেন। তারই সুত্র ধরে চক্রপাড়ায় বাড়ির পাশে বাবার দোকানেই রাতযাপন করতো সে।

প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও খাওয়া দাওয়া শেষে দোকানে ঘুমাতে আসে ফারুক হোসেন। রাতের কোন এক সময় দোকানের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার (২৪ জুন) সকালের দিকে দোকান না খুললে অনেক ডাকাডাকির পরে দরজা ভেঙে দোকানের আড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় বাবা মো. আবুল কাশেমসহ প্রতিবেসীরা। পরে পরিবারের সদস্যরা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামছুদ্দিন ভুইয়া বলেন, প্রেমে ব্যার্থ হয়েই যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মৃত্যুর আগে দেয়া ফেসবুক স্টাটাস তদন্ত করে দেখা হবে। লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *