রাউজান রাবার বাগান স্টাফ কোয়াটারে অগ্নিকান্ড : সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান রাবার বাগান স্টাফ কোয়াটারে রাবার বাগানের কর্মচারী কাজী তৌহিদুল আলমের কোয়াটারে এক অগ্নিকান্ডের ঘটনায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার বেলা আনুমানিক দেড়টার দিকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ রাবার বাগান এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কাজী তৌহিদুল আলমের কোয়াটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়।

এ সময় আগুনের ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রানান্তকর চেষ্টা চালান জমির উদ্দিন পারভেজ ও যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস কর্মীরা এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকান্ডে নগদ ২লক্ষ ৭৫ হাজার টাকা দুই ভরি স্বর্ণালঙ্কার , আসবাবপত্রসহ সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষণিক নগদ ১০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *