পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় জনস্বার্থে অভিযান পরিচালনা করে থানার মোড়, অলির হাট, মুজাফরাবাদ, মহাজন হাটসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় থানার মোড় সিজল সহ কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে এবং মাস্ক না পরার অপরাধে ৭হাজার ৫শত ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২৪ জুন) ভ্রামমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।
এসময় শতাধিক ব্যক্তিকে মাস্ক পরিধানের জন্য সতর্ক করা হয় ও তৎক্ষণাৎ মাস্ক পরিধান করানো হয়।
ইউএনও বলেন, আগামীতে যারা আইন অমান্য করবেন এবং বিকাল ৪টার পর দোকান পাট খোলা রেখে ব্যবসা পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ ঘণ্টা/এম আর/সনজয়
Leave a Reply