কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তানিয়া আক্তার (১৫), সে স্থানীয় ভাটেরখীল এলাকার মোঃ আব্দুল খালেকের কন্যা।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এই ঘটনা ঘটে।
জানা যায়, ঘরের সিলিং এর সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম জানান, সকালে মেয়েটির মা এবং বাবা উভয় তাদের বাড়ির পাশে একটি জমিতে চাষাবাদে করার কাজে কর্মরত ছিলেন। হঠাৎ কেন কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা আমরা এখনো জানিনা কিন্তু মেয়েটি ভারসাম্যহীন ছিল।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি এবং ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আমরা যতটুকু শুনেছি মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। কি কারনে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply