চট্টগ্রাম কাস্টমসে এ যাবতকালের সবচেয়ে বড় নিলাম ৩০ জুন এতে ১৭৪ লটে গাড়ি, হিমায়িত খাদ্য, ফল, মাছসহ বিভিন্ন ধরনের ৩৬১টি কনটেইনার পণ্যের নিলাম হবে।
গত বুধবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আজ শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা পর্যন্ত। নিলামের অংশগ্রহণকারী বিডাররা প্রতিদিন সকাল থেকেই পণ্য দেখতে ভিড় করছেন।
নিলামের জন্য আহবানকৃত দরপত্রও অনুযায়ী আগামী ২৯ জুন পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। ৩০ দুপুর পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে। ওইদিন বিকাল তিনটায় টেন্ডার বক্স খোলা হবে ঢাকাসহ একযোগে। উপযুক্ত দরপত্র প্রদানের মাধ্যমে এসব পণ্য ছাড় দেওয়া হবে।
এবারের নিলামে সবচেয়ে বেশি রয়েছে গার্মেন্টসপণ্য, ৪০ কনটেইনার। এছাড়া ফ্রেশ আপেল রয়েছে ১২ লটে ৪০ ফুটের ২৪টি কনটেইনার, ওজন প্রায় ৬ লাখ ১২ হাজার কেজি বা ৬১২ টন। মহিষের হিমায়িত মাংস রয়েছে ৬ লটে ১৭৪ টন। ৯ টন ওজনের মাছ রয়েছে ২০ ফুটের এক কনটেইনারে। ৪০ ফুটের ২৭ কনটেইনারে রয়েছে অ্যানিমেল ফিড ও মুরগির খাবার, ওজন ৭২৯ টন। এছাড়া ১৫০ টন পেঁয়াজ রয়েছে ৬ লটে।
সোডিয়াম সালফেট ও ক্যালসিয়াম কার্বনেট রয়েছে প্রায় ৫৪ কনটেইনার। এর মধ্যে ৫৬ নং সিরিয়ালে ওবিপিসি ২৩-১৮ লটে ২০ ফুটের ২০ কনটেইনার রয়েছে সোডিয়াম সালফেট, ওজন ৫৪০ টন। ১১৩ ও ১২০ সিরিয়ালের দুই লটে ১৯ কনটেইনার রয়েছে ক্যালসিয়াম কার্বনেট।
এছাড়া দুই লটে আর্ট পেপার রয়েছে ৮ কনটেইনার। ওবিপিসি-২ ৭৩ নং সিরিয়াল লটে ক্যাপিটাল মেশিনারিজ রয়েছে ২৮ কনটেইনারে প্রায় ৬৮৯ টন।
নিলামে তোলা হবে সাধারণ গাড়ি থেকে বিলাসবহুল চারটি গাড়িও। গার্মেন্টস এক্সেসরিজ, বিভিন্ন ধরনের কাপড়, কেমিক্যাল, ইলেকট্রনিক্স সামগ্রী, পেপার ও পেপারসামগ্রী, হার্ডওয়্যার, টেক্সটাইল মেশিনারিজ, সিরামিক আইটেমসহ নানান ধরনের পণ্য রয়েছে আরো শতাধিক কনটেইনার।
চট্টগ্রাম কাস্টমসের নিলাম আয়োজনকারী কেএম করপোরেশনের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ মুর্শেদুল আলম জানান, ‘নিলামের প্রত্যেকটি লটের প্রদর্শনী চলছে বন্দরে। যে কেউ সব পণ্য দেখে শুনে কিনতে পারবেন। গত বুধবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে শুক্রবার সারাদিনও।’
কাস্টমস নিলাম শাখার ডেপুটি কমিশনার ফরিদ আল মামুন বলেন, ‘নিলামে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন), জেলা প্রশাসকের দপ্তর এবং যুগ্ম কমিশনার (সদর), শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেট (ঢাকা দক্ষিণ) এর কার্যালয়ে নির্ধারিত টেন্ডার বক্স থাকবে। চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শাখা এবং ঢাকা ভ্যাট কমিশনারেট কার্যালয়ে একযোগে টেন্ডার বক্স খোলা হবে।
করোনাভাইরাসের কারণে গেল দুই মাস নিলাম হয়নি। তাই এবার পণ্য ও কনটেইনারের সংখ্যাও বেশি।’
কাস্টম হাউজের পক্ষে নিলামের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে বেসরকারি প্রতিষ্ঠান কেএম কর্পোরেশন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply