চেঙ্গী নদীর ভাঙ্গনে যে কোন সময় বন্ধ হতে পারে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি : প্রতি বর্ষায় ভেঙ্গে যায় খাগড়াছড়ি চেঙ্গী নদীর পাড়ের কোন না কোন অংশ। তাই এবার ও ভেঙ্গে যাওয়ার কারণে, যে কোন মুহুর্তে বন্ধ হয়ে যেতে পারে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা।

জেলার সদর উপজেলার ৪ নং পেরাছড়া ইউনিয়নের গাছবান উত্তর হেডম্যানপাড়া এলাকায় খাগড়াছড়ি-পানছড়ি প্রধান সড়কের প্রায় দুই শ (২০০) ফুট রাস্তা যে কোন সময় বিলিন হয়ে যেতে পারে চেঙ্গী নদীর গর্ভে।

আর এই রাস্তাটি মাত্র দুইশ (২০০) ফুট হলে ও দুইশত কিলোমিটারের সমান। কারন খাগড়াছড়ি-পানছড়ির সড়ক একমাত্র যোগাযোগের রাস্তা এটি। পানছড়ি উপজেলার বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী গ্রাম দুদকছড়া লোকেরা এই সড়কে জেলার সদরে আসা যাওয়া করে।

সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ি-পানছড়ি প্রধান সড়কে প্রতিদিন চলাচল করে প্রায় কয়েক শত ভারী, হালকা যানবাহনসহ শত শত টমটম। আর এটি হচ্ছে খাগড়াছড়ি সদরের উত্তরের দুটি ইউনিয়ন ও পানছড়ি উপজেলার লোকদের খাগড়াছড়ি জেলা শহরে আসা যাওয়ার একমাত্র রাস্তা।

রাস্তাটির প্রায় দুই শ (২০০) ফুট যে কোন সময় বিলিন হয়ে যেতে পারে চেঙ্গী নদীর গর্ভে। এটি জেলা সদরের সাথে পানছড়ি উপজেলার সড়ক যোগাযোগের একমাত্র সড়ক হওয়ার কারনে এটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয় রাস্তাটি নদীর গর্ভে বিলীন হওয়ার সাথে গাছবান উত্তর হেডম্যান পাড়ার কয়েক হাজার লোকের বসবাস ক্ষতিগ্রস্ত হতে পারে। আর গ্রামটি যদি নদীর গর্ভে বিলিন হয়ে যায় গৃহহীন হয়ে পড়বেন কয়েক হাজার লোক। এলাকাবাসী গ্রামটি রক্ষা করতে দ্রুত নদী শাসনের মাধ্যমে রাস্তাটি রক্ষা করার পদক্ষেপ কামনা করেছেন।

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, সড়ক বিভাগ রাস্তাটি সাময়িকভাবে রক্ষার জন্য তারা ব্যবস্থা নিয়েছে। তবে ব্লক বসিয়ে রাস্তাটি স্থায়ী ভাবে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছে বলে জানান খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা।

খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ডের অফিস সুত্রে জানাযায়, সড়কটি দুইশ ফুট ভাঙ্গনের কবলে থাকলে যদি ভেঙ্গে যায় তবে দুই শ ফুটের অধিক ভেঙ্গে যাবে। তবে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার সাথে সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ক্ষতিগ্রস্থ হবে স্থানীয়রা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক ভূইয়া মুঠো ফোনে জানান বৃষ্টির কারনে চেঙ্গী নদীর রাস্তার সাইড ভেঙ্গে গিয়েছে। এটি তিনি পরিদর্শন করেছেন এবং উধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে প্রাক্কলন তৈরি করেছেন যাতে ভবিষ্যতে কোন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য দ্রুত পদক্ষেপ নেবেন।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ চৌধুরী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *