প্রয়াত বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একমাত্র ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২৬ জুন) বিকালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের চাচা আনোয়ার হোসেন উজ্জ্বল দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গত ২০ জুন আনোয়ার হোসেন উজ্জ্বলের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে এবং তখন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন।
তিনি এক শোকবার্তায় বিদেহী আত্মার শান্তির কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনও তার চাচার মৃত্যুতে শোক জানিয়েছেন।
গত বছরের ৪ নভেম্বর অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ৬৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply