করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান।
রবিবার (২৮ জুন) সকাল ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ জুন থেকে তিনি জ্বর-কাশিসহ অসুস্থতা বোধ করলে বাসায় চিকিৎসা নেন। ১৯ জুন শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন। গত দুই দিন থেকে তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।
ফেনীতে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেও ঢাকায় তার করোনা পজেটিভ আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এডভোকেট আক্রামুজ্জামান ফেনী ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
এছাড়াও তিনি ফেনী জেলা রোটারি ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা।
তার মৃত্যুতে ফেনীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আকরামুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply