চট্টগ্রামে ৮ হাজার ছাড়াল করোনা আক্রান্ত,নতুন শনাক্ত ৩৪৬

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ৩৪৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ২৭৪ জন এবং উপজেলাগুলোতে ৭২ জন। এ নিয়ে চট্টগ্রামে ৮ হাজার ৩৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০১ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায় ২ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১১২ টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবাই নগরের বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩ জন এবং উপজেলায় ২৩ জন।

ইমপেরিয়াল হাসপাতালে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৩ জন এবং উপজেলায় ১ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৫ জন এবং উপজেলায় ৩১ জন।

শেভরণ ল্যাবে গত দুইদিনের ফলাফল আজকে পাওয়া গেছে। শনিবার ২১৮ জনের ও রোববার ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬৬ জন এবং উপজেলায় ১১ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা করে উপজেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ৯৯৭ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৪৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৮০৩৫ জন। এর মধ্যে নগরে ৫৫১৫ জন এবং উপজেলায় ২৫২০ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ১, সাতকানিয়া ৫, বাঁশখালী ৩, আনোয়ারা ৭, চন্দনাইশ ৪, পটিয়া ৫, বোয়ালখালী ১, রাঙ্গুনিয়া ১, ফটিকছড়ি ১৩, হাটহাজারী ১৯, মিরসরাইয় ৩ এবং সীতাকুণ্ড ১০ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৭১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৩১ এবং উপজেলায় ৪০ জন। নতুন ৪২ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৬৫ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *