লাকসামে একসঙ্গে ৫ সন্তান প্রসব

কুমিল্লার লাকসামে এক প্রসূতি পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। ওই প্রসূতির নাম শারমিন আক্তার। তিনি উপজেলার উত্তরদা ইউপির মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী।

বুধবার (১২ আগস্ট) দুপুরে লাকসাম জেনারেল হাসপাতালে ওই জননী তিন ছেলে এবং দুই মেয়ে জন্ম দেন। তারা সকলে সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

লাকসাম জেনারেলের হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের চিকিৎসক লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে ওই পাঁচ সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেয়। এদিকে ওই পাঁচ সন্তানকে আরও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানরা সুস্থ রয়েছেন।

এদিকে সন্তানদের পিতা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে তার প্রথম সন্তান হলেও মারা যায়।

একসঙ্গে পাঁচ সন্তানের পিতা হয়ে আনন্দিত মিজানুর রহমান তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *