নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্যই এবারের বাজেট : প্রধানমন্ত্রী

প্রতি বছর শ্রমবাজারে যুক্ত হওয়া ২০ লাখ তরুণের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের চ্যালেঞ্জ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্যই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।’

আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে আশ্বস্ত করে শেখ হাসিনা বলেন, ‘সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে বাংলাদেশ। বাজেট বাস্তবায়নে আমরা অতীতে কখনো ব্যর্থ হইনি। ভবিষ্যতেও হবো না।’

তিনি বলেন, ‘সামনে যে সংকটই আসুক না কেন, সরকার তাও শক্তভাবে মোকাবিলা করবে। দেশের একজন মানুষ অভুক্ত থাকবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় একটা লক্ষ্য নির্ধারণ করে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যাই। তবে পরিস্থিতি বিবেচনায় কখনো কখনো সে পরিকল্পনাও প্রয়োজন অনুযায়ী পুনঃনির্ধারণ করতে হয়। সেই কারণে আমরা বাজেট ঠিক রেখেছি। আশা করি এটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো।’ করোনা পরিস্থিতিতে কোনোভাবেই যেন খাদ্য সংকট না হয়, সে জন্য এক ইঞ্চি আবাদি জমিও ফেলে না রাখা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *